বাসায় ফেরার পথে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুরে সওকত (১৯) নামের এক পোশাক শ্রমিককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার সিআরসি-মোল্লাবাড়ি আঞ্চলিক সড়কের মির্জা আলী জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সওকত বগুড়ার সারিয়াকান্দী উপজেলার হাওড়াকান্দী গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় এমএইচসি গার্মেন্টস কারখানায় কাজ করতেন।
জানা গেছে, কাজ শেষে বাসায় ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা সওকতকে ছুরিকাঘাত করে। এতে তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতের কারণে অধিক রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে মাথা ও ঘাড়ে মারাত্মকভাবে জখম হয় সওকতের। এতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সওকত কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফেরার পথে সিআরসি মোড়ের কাছে মিজা আলী জামে মসজিদের সামনে পৌঁছালে দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে তার ওপর হামলা চালায়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমা বলেন, ‘সওকতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
আতাউর রহমান সোহেল/এটিআর