ছবি : বাংলাদেশের খবর
মাঘ মাসের কনকনে শীত জেঁকে বসেছে উত্তরবঙ্গে। গত দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাঁপছে হিমাঞ্চলখ্যাত পঞ্চগড়।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বুধবার ভোর থেকে পঞ্চগড়ের প্রকৃতি ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে। এমনকি বৃষ্টির মতো ঝরছে হিমেল শিশির। সঙ্গে ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ আরও বেড়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন পাথর শ্রমিক, ভ্যানচালক, চা-শ্রমিক এবং দিনমজুররা। শীতের কারণে তাদের আয়-রোজগার কমে গেছে। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বাংলাদেশের খবরকে বলেন, ‘গত দুই দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে রয়েছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোর ৬টায়ও।’