Logo

সারাদেশ

চোখের সামনেই পুড়ল স্বপ্নেগড়া রিসোর্ট

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৯

চোখের সামনেই পুড়ল স্বপ্নেগড়া রিসোর্ট

পর্যটন স্বর্গ সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকটি রিসোর্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে স্থানীয় সাইরী ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষে শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাতাসের প্রভাবে আগুন পাশের বীচ ভ্যালী ইকো রিসোর্টে ছড়িয়ে পড়ে। পরে তা কিংশুক ইকো রিসোর্টেও প্রবল গতিতে ছড়িয়ে যায়।  

স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং যৌথবাহিনীর সমন্বয়ে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে বীচ ভ্যালী ও কিংশুক রিসোর্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়।  

স্থানীয় পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ‘কিংশুক ইকো রিসোর্টের স্বত্বাধিকারী সরওয়ার তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে সেন্টমার্টিনে ছিলেন। তাদের চোখের সামনেই স্বপ্নের মতো গড়া প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। তিনি কান্নায় ভেঙে পড়েছেন।’ 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘স্থানীয় এবং পর্যটকদের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কাঠামোগত সম্পূর্ণ ধ্বংস হওয়ায় রিসোর্ট দুটির আর কিছুই রক্ষা করা যায়নি।’  

এ ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ইমতিয়াজ মাহমুদ ইমরান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর