Logo

সারাদেশ

পুলিশ হবে দলনিরপেক্ষ সংস্থা : আইজিপি

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭

পুলিশ হবে দলনিরপেক্ষ সংস্থা : আইজিপি

ছবি : বাংলাদেশের খবর

পুলিশ দলনিরপেক্ষ সংস্থা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে দলনিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে।’

বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা সমগ্র জাতির। অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা বিধান এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব।’

বক্তব্যের প্রথমেই মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের এবং আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন আইজিপি। এ সময় তিনি বলেন, ‘পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হচ্ছে।’

আইজিপি বাহারুল আলম বলেন, ‘নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে।’

সাব-ইন্সপেক্টরদের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত করে থাকে এসআইরা। সেবাপ্রত্যাশী অপরাধ ও নির্যাতনের শিকার মানুষদের প্রতি এসাইদের দায়িত্ব রয়েছে।’

সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই। এদের মধ্য প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট পাদক পান এসআই মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার ক্যাডেট পদক পান নয়ন কুমার ঢালি এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদন প্রদান করা হয়।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর