Logo

সারাদেশ

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত চত্বরে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মহিবুল ইসলাম বাধনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিবুল ইসলাম বাধন কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক। বাধন ওই মামলায় এজাহারভুক্ত ৪৪ নম্বর আসামি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি মানহানি মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসেন। তাকে দিনভর আদালত ভবনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আদালত চত্বরেই তার ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে এবং ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। এ ঘটনার ছয় বছর পর হাসিনা সরকারের পতন হলে গত বছর ১০ অক্টোবর ড. মাহমুদুর রহমান ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান বলেন, পুলিশ কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। 

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর