Logo

সারাদেশ

ভুল ইনজেকশন পুশ, হাসপাতালে ২ রোগীর মৃত্যু

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:০৭

ভুল ইনজেকশন পুশ, হাসপাতালে ২ রোগীর মৃত্যু

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করার কারণে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

মৃত রোগীরা হলেন, ৩২ বছর বয়সী মল্লিক ও ২২ বছর বয়সী জহিরুল ইসলাম। জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) হারনিয়া অপারেশনের জন্য মল্লিক ও জহিরুল ইসলাম হাসপাতালে ভর্তি হন।

সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে অপারেশন থিয়েটারে না নিয়ে হাসপাতালের ওয়ার্ডে অ্যানেসথেসিয়া ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার আধাঘণ্টা পর দুই রোগী জ্ঞান হারিয়ে মারা যান। চিকিৎসকরা ধারণা করছেন, ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটতে পারে।

ঘটনার পর স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ ও আহাজারি করতে থাকেন। যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে হাসপাতাল থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি যথাযথভাবে তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে।

আব্দুর রউফ ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর