Logo

সারাদেশ

টাকার বিনিময়ে বন্দুক পৌঁছে দিতে গিয়ে পাহাড়ি যুবক আটক

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:১৫

টাকার বিনিময়ে বন্দুক পৌঁছে দিতে গিয়ে পাহাড়ি যুবক আটক

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে একনালা দেশীয় বন্দুকসহ আটক হয়েছেন মাংলাও মারমা (২১) নামের এক পাহাড়ি যুবক। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তার কাছে থাকা বস্তায় মুড়িয়ে রাখা বন্দুকটি উদ্ধার করা হয়।

মাংলাও মারমা ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাঁড়া এলাকার বাসিন্দা কেওযাই মারমার ছেলে।

পুলিশ জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাজার থেকে ইয়াংছা চেকপোস্টে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে দায়িত্বরত সেনা ও পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করেন। কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামিল হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।

জিজ্ঞাসাবাদে মাংলাও মারমা জানিয়েছেন, পাঁচ হাজার টাকার বিনিময়ে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বন্দুকটি এক জায়গায় পৌঁছে দিতে ভাড়া করেছিলেন। তবে বন্দুকটি কে বা কারা তাকে দিয়েছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি জেনেছি যে আসামি এখনো থানায় স্থানান্তর করা হয়নি। থানায় আনার পর অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বেলাল আহমদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর