কুয়াকাটায় হাউজ কিপিং কোর্সের উদ্বোধন
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:০৫
![কুয়াকাটায় হাউজ কিপিং কোর্সের উদ্বোধন](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/16/Bangladesher-Khabor-ATR-(76)-6788afb259373.jpg)
কুয়াকাটার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেড়মাসব্যাপী হাউজ কিপিং কোর্স শুরু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ব্র্যাকের অডিটোরিয়ামে কারিতাস বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ও ব্র্যাকের সহযোগিতায় এ কোর্সের উদ্বোধন করা হয়।
ব্র্যাক-ইউডি প্রকল্পের ম্যানেজার-অপারেশন মো. রফিকুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস ও ওসান ভিউয়ের জেনারেল ম্যানেজার মো. আনোয়ারুল আজিম, বেস্ট সাউদার্ন আবাসিক হোটেলের চেয়ারম্যান মো. গোলাম হায়দার সেন্টু, প্রেসিডেন্টস পার্কের চেয়ারম্যান মীর মো. ফারুক হোসেনসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
সভাপতি মো. রফিকুজ্জামান বিশ্বাস তার বক্তব্যে বলেন, ‘দেশ ও বিদেশে চাকরি পেতে দক্ষতা অত্যন্ত জরুরি। এই কোর্স কুয়াকাটার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রথম ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী বিনামূল্যে প্রশিক্ষণ পাচ্ছেন। তাদের সার্টিফিকেট ও ভাতা দেওয়া হবে, পাশাপাশি কর্মসংস্থানের জন্য বিশেষ নজর রাখা হবে।’
প্রধান অতিথি মো. মোতালেব শরীফ বলেন, ‘এই উদ্যোগ কুয়াকাটার বেকার যুবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদেরও আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষ করে গড়ে তোলা ছাড়া সাফল্যের কোনো বিকল্প নেই।’
উল্লেখ্য, ব্র্যাক আরবার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় কুয়াকাটায় ‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্র্যান্ট-ফ্রেন্ডলি টাউনস’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য হলো জলবায়ু সহনশীল অভিবাসী-বান্ধব শহর গড়ে তোলা।
জাকারিয়া জাহিদ/এটিআর