Logo
Logo

সারাদেশ

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ নিহত

আহত ৪

Icon

পিরিজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৩:০৬

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ নিহত

ছবি : বাংলাদেশের খবর

পিরোজপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আঁখি আক্তার (৩৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলার হুলারহাট-পিরোজপুর সড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আঁখি আক্তার কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী। আর আহতরা হলেন, একই এলাকার ইমরান হাওলাদার (২৪) জহুরা বেগম (৬৫), রেশমা বেগম (৩০) ও ফোরকান হাওলাদার (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানিপুর নিমতলা নামকস্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে ইমাদ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আঁখি । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই গৃহবধূ মারা যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর