Logo

সারাদেশ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

মাটি ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, আটিগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জয়-ই মামুন (৪০), ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী রুস্তম সরকার (৪২) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম (২২)।  

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম সরকারের ভাটায় অবৈধভাবে মাটি আনা নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। বিএনপির একটি অংশ তার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।  

ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান বলেন, ‘আওয়ামী লীগের অনুপ্রবেশকারী কিছু লোকের সহায়তায় বিএনপির একাংশ এ হামলা চালিয়েছে। চেয়ারম্যান নূরে আলম সরকার অর্থের লোভ দেখিয়ে দলকে বিভক্ত করার চক্রান্ত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’ 

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আমানুল্লাহ জানান, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আফ্রিদি আহাম্মেদ/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর