Logo

সারাদেশ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫১

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় চাঁদা না দেওয়ায় মাহমুদুল হাসান কামাল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো মামলা নেওয়া হয়নি। এ কারণে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার দাবি করেছেন।

শনিবার (১৮ জানুয়ারি) কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান কামাল জানান, তিনি তার নিজ জমিতে পুকুর খনন করছিলেন। এ সময় স্থানীয় আ. হান্নান ও তার লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণে গত ১৪ জানুয়ারি মশুয়া বাজারে তাকে এলাপাতাড়ি মারপিট করে এবং কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কটিয়াদী থানায় অভিযোগ দায়ের করা হলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনও কোন মামলা রুজু করা হয়নি। তিনি অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মাহমুদুল হাসান ও তার পরিবার সংবাদ সম্মেলনে আরও বলেন, যদি দ্রুত বিচার না হয়, তবে তারা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর