ঝিনাইদহে নিখোঁজের সাতদিন পর রুবেল হোসেন (৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাগর নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বাদপুকুর গ্রামের সোহেল মিয়া নামের এক ব্যাংকারের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুবেল হোসেন ওই গ্রামের পিন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১১ জানুয়ারি বিকেল থেকে নিখোঁজ ছিলেন রুবেল হোসেন। পরে বিভিন্ন জায়গায় তাকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। শনিবার দুপুরে সোহেল মিয়ার পরিত্যক্ত বাড়িতে কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক। এ সময় ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের খবর দেন শ্রমিকেরা। পরে তারা গিয়ে দেখতে পায় সেপটিক ট্যাংকের ভেতর ওই যুবকের মরদেহ পড়ে রয়েছে।
স্থানীয় সাগান্না ইউনিয়নের ইউপি সদস্য আকবর আলী জানান, পুলিশের হাতে আটক সাগর নিহত রুবেলের কাছে দুই’শ টাকা পেত। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। সাগর এলাকায় ছিঁচকে চোর হিসেবেও পরিচিত।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাগর নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদন্ত ছাড়া হত্যার মোটিভ ও ক্লু বলা যাচ্ছে না বলে জানান ওসি।
বুরহান উদ্দীন/এমবি