Logo

সারাদেশ

বরিশালে ৪ দফা দাবিতে বিক্ষোভ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫১

বরিশালে ৪ দফা দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

১৬০ জন পরিচ্ছন্ন কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদ, সরকার নির্ধারিত বেতন কার্যকরসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা।

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় কর্মচারীদের দাবির সাথে একমত পোষণ করেছে বরিশাল ছাত্র সমন্বয়ক পরিষদরা। তারা বলেন, তাদের ন্যায্য এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো। 

শ্রমিকদের চার দফা দাবি :

এক. ১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে সরকার নির্ধারিত বর্ধিত বেতন কার্যকর;

দুই. অফিসের মৌখিক আদেশে ছাঁটাই হওয়া ষাটোর্ধ্ব ১৬০ জন শ্রমিককে মানবিক বিবেচনায় পুনরায় কাজে যোগদানের অনুমতি;

তিন. মৃত কর্মীদের পরিবারের জন্য অনুদান পুনরায় চালু করা;

চার. ১৫-২০ বছর ধরে কর্মরত শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী শূন্য পদে স্থায়ীকরণ।

এ সময় কর্মচারীরা বলেন, গত বছরের ২৮ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী স্বাক্ষরিত এক আদেশে দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা এবং অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৫৫০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এ বর্ধিত মজুরি এখনো কার্যকর হয়নি।

২০২৫ সালের ১ জানুয়ারি বিনা নোটিশে এবং কোনো ক্ষতিপূরণ ছাড়া ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে মৌখিকভাবে ছাঁটাই করা হয়। শ্রমিকদের দাবি, এ সিদ্ধান্ত বেআইনি ও প্রচলিত শ্রম আইনের পরিপন্থি।

জেআই জুয়েল বরিশাল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর