অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ১৬ তরুণ-তরুণী, বিয়ের উদ্যোগ
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:২৮
ছবি : বাংলাদেশের খবর
সিলেটের রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন ওই রিসোর্টে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা (বিকাল সাড়ে ৪টা) পর্যন্ত ঘটনাস্থলে মোগলাবাজার থানা পুলিশ এসেছেন।
আটক ছেলে-মেয়েদের বাড়ি সিলেটের বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর ও মৌলভীবাজারে। আটক ছেলে-মেয়েদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের পর আরও বেড়েছে। এটি নামে পার্ক হলেও রাখা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ। স্কুলকলেজের ছাত্রছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ করেন। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন।
তারা আরও জানান, রোববার দুপুরে অন্তত ১৬ জন ছেলে-মেয়ে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজ করছিলেন। খবর পেয়ে দুপুর ২টার দিকে স্থানীয়রা রিজেন্ট পার্কে এসে ওদের কক্ষের ভেতরে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে।
তবে স্থানীয় মুরুব্বিরা ওই ছেলে-মেয়েদের অভিভাবকদের খবর দিয়ে বিয়ের বন্দোবস্ত করছেন বলে জানিয়েছে পুলিশ।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ১৬ জন ছেলে-মেয়ে রয়েছেন। তাদের বিভিন্ন কক্ষে অসামাজিক কাজরত অবস্থায় পেয়েছেন স্থানীয়রা। পরে এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দিয়েছেন। তারা আসলে বিয়ের ব্যবস্থা করা হবে।
রেজাউল হক ডালিম/এমবি