Logo

সারাদেশ

সংগঠন বিরোধী কার্যকলাপ, বিএনপি নেতা বহিষ্কার

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:০৭

সংগঠন বিরোধী কার্যকলাপ, বিএনপি নেতা বহিষ্কার

ফরিদপুরের সালথা উপজেলার বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার।

রোববার (১৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সালথা উপজেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও দলটির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ‘সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের নির্দেশে নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বহিষ্কার আদেশ বহাল থাকবে।’

মো. পারভেজ মিয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর