Logo

সারাদেশ

কিস্তির জন্য এনজিওর চাপ, গলায় ফাঁস দিলেন যুবক

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪

কিস্তির জন্য এনজিওর চাপ, গলায় ফাঁস দিলেন যুবক

গাজীপুরের শ্রীপুরে এনজিওর ঋণের চাপে মাফুজ উদ্দিন বাবুল (৩৫) নামের এক কাঠমিস্ত্রি আত্মহত্যা করেছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমীবাজার কাঠমহল এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত মাফুজ উদ্দিন বাবুল শেরপুরের শ্রীবর্দী উপজেলার চাওলিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে গত কয়েক বছর ধরে শ্রীপুর উপজেলার বরমী বাজার নূর মোহাম্মদ সাগরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন। 

নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে বাসা থেকে নাস্তা করে কাঠের দোকানে আসেন। পরে তার দোকানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

নিহতের স্ত্রী রুবিনা আক্তার বলেন, ‘সকালে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছেন। দেড় ঘণ্টা পর মৃত্যুর খবর পেয়েছি। 

স্থানীয় বাসিন্দা রনি জানান, বাবুল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে কাঠের দোকানে কাজ করতেন। ঋণের চাপে নিজের দোকানে আত্মহত্যা করেছেন। 

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই কুদ্দুস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর