ডিজিটাল নিরাপত্তা মামলায় খালাস পেলেন ৩ সাংবাদিক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন।
খালাস পাওয়া তিন সাংবাদিক হলেন- জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আবদুল লতিফ লিটু ও রহিম শুভ।
এ খবর নিশ্চিত করেছেন আসামি পক্ষের সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ।
আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোনো তথ্য ও প্রমানাদিত উপস্থিত না করতে পাড়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। আমরা এ রায়ে খুশী। কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে ধরতে না পারে এজন্য কলমকে থামাতে এ আইনের অপব্যবহার করা হয়েছে। আমি এ মামলাটি শুরু থেকে সাংবাদিকদের আইনি সহায়তা ও পরামর্শ দিয়ে আসছি। এ রায়ে আমিও আনন্দিত।
আবু সালেহ/এমবি