Logo

সারাদেশ

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৫০

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ

সুন্দরবনের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। রবিবার (১৯ জানুয়ারি ) বিকেলে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহিন থেকে হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালানো হয়। বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা দ্রুত বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে হরিণের মাথা, পা ও চামড়া। এ সময় প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ (সুতা/দড়ি) উদ্ধার করা হয়েছে।

দীপন চন্দ্র দাস আরও জানান, চোরা শিকারিদের শনাক্ত করতে এবং তাদের আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেখ আবু তালেব/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর