Logo

সারাদেশ

খাগড়াছড়িতে চার ইটভাটা বন্ধ, ৪ লাখ টাকা জরিমানা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

খাগড়াছড়িতে চার ইটভাটা বন্ধ, ৪ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি সদরে আইন অমান্য করে ফসলি মাঠে অনুমতি বিহীন ইটভাটা নির্মাণ করায় চারটি ভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটা চারটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে জেলা সদরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়। 

অভিযানে ইটভাটার মালিক মো. সেলিম, মো. হারুনসহ চারজনকে ১ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় কাঁচা ইট ধ্বংস করা হয় এবং পুড়তে থাকা ইটের চুল্লিতে পানি ঢেলে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি চারটি অবৈধ ইটভাটাকে সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ, সদর বন কর্মকর্তা মো. মোশারফ, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার, সদর থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ছোটন বিশ্বাস/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর