Logo

সারাদেশ

ইয়াবাসহ আটকের পর বিএনপি নেতা বহিষ্কার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:৩৪

ইয়াবাসহ আটকের পর বিএনপি নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী বহিষ্কার করা হয়েছে। এর আগে রোববার (১৯ জানুয়ারি) লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার ও তাকে আটক করে যৌথবাহিনী। এ ঘটনার পর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, বিএনপির দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলীকে বহিষ্কার করা হয়। 

লিয়াকত আলীকে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। তিনি বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলীকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এর আগে রোববার লিয়াকত আলীর বাড়ি থেকে টাকা ও ইয়াবাসহ তার ছেলে ও স্ত্রীকে আটকের বিষয়ে জানতে চাইলে শহীদ সরকার বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় লিয়াকত আলীকে বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, রোববার (১৯ জানুয়ারি) উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের সাবেক ইউপি সদস্য ও নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা এবং ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আবরাহাম লিংকনকে (২৪) আটক করা হয়।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ‘আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’

আকরামুজজামান আরিফ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর