Logo

সারাদেশ

বন্ধুদের কাছে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:২৪

বন্ধুদের কাছে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর

ঝিনাইদহের মহেশপুরে রাস্তা পারাপারের সময় ইঞ্জিনচালিত আলমসাধু গাড়ির চাপায় সামিউল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পুরাতন কোলা মাঝের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম উপজেলার কোলা গ্রামের সেলিম রেজার ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খেলা করার জন্য বন্ধুদের কাছে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় শিশু সামিউলকে একটি আলমসাধু চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বুরহান উদ্দীন/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর