Logo

সারাদেশ

হাত বাড়ালেই মিলছে মাদক, দেখার কেউ নেই

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭

হাত বাড়ালেই মিলছে মাদক, দেখার কেউ নেই

মাদকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। ছবি : বাংলাদেশের খবর

প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বরিশালের গৌরনদীতে ব্যাপক হারে মাদক ক্রয়-বিক্রয় বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখন ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো মাদক হাত বাড়ালেই মিলছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমপক্ষে ১৫টি স্পটে মাদক বিক্রি হয়ে আসছে। এর মধ্যে খাঞ্জাপুরের বাকাই-বাজার, বার্থী, টরকী, মাহিলাড়া, বিল্বগ্রাম বাজার, সরিকল, চাঁদশী ও গৌরনদী বাসষ্ট্যান্ডসহ আশপাশের এলাকায় পূর্বের চেয়ে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। 

সম্প্রতি বিল্বগ্রাম এলাকা থেকে সোহেল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ওই মাদক ব্যবসায়ীর আশ্রয়দাতারা স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। 

এ নিয়ে সোমবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় বিল্বগ্রাম বাজার কমিটির সভাপতি মোনাসেফ ঘরামীর সভাপতিত্বে ব্যবসায়ী ও এলাকাবাসী মাদক-সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। 

সমাবেশে উপজেলা যুবদল নেতা মনির হোসেন আকন, শিক্ষক জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মামুন মৃধা, সাবেক ইউপি সদস্য জাফর মৃধাসহ সামাজিক নেতৃবৃন্দ পূর্বের তুলনায় মাদক ক্রয়-বিক্রয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মাদক ব্যবসায়ী ও আশ্রয়দাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন। 

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখি বলেন, ‘মাদকের দৌরাত্ম্য রোধে আমরা বদ্ধ পরিকর। অতি শীঘ্রই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।’

এস এম মিজান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর