Logo

সারাদেশ

ফেনীতে ভোটার তালিকা হালনাগাদ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৫:০২

ফেনীতে ভোটার তালিকা হালনাগাদ

সারাদেশের ন্যায় ফেনীতেও শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, হালনাগাদ কার্যক্রমে পরশুরাম উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন, ফুলগাজীর ৬টি ইউনিয়ন, ছাগলনাইয়াতে পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়ন, সোনাগাজীতে পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৯টি ইউনিয়ন, দাগনভূঞাতে পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৮টি ইউনিয়ন এবং ফেনী সদরে পৌরসভার ১৮টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। 

এরমধ্যে পরশুরামে ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি, ফুলগাজীতে ৫ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি, ছাগলনাইয়াতে ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ, সোনাগাজীতে ৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি, দাগনভূঞাতে ১৩ মার্চ থেকে ১০ এপ্রিল এবং ফেনী সদরে ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।

তারা জানায়, ১ জানুয়ারি ২০০৮ সাল বা তার আগে কিংবা বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন কিংবা অন্য কারনে ভোটার হতে পারেনি, তারা এবারের হালনাগাদে ভোটার হতে পারবে। 

সূত্র আরও জানায়, ভোটার নিবন্ধন করতে একজন ব্যক্তির ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়ের (মা-বাবা, ভাই-বোন) এনআইডি ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে জেএসএসি, এসএসসি, দাখিল বা সমমমান সনদের কপিসহ ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে।

এ বিষয়ে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে একযোগে ১৫ দিন তথ্য সংগ্রহ করা হবে। যারা তথ্য সংগ্রহকারী সকলেই সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। পরবর্তীতে নির্ধারিত তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলায় ছবি তোলা হবে। যাদের ১ জানুয়ারি ২০০৮ সাল পর্যন্ত বা তার আগে জন্ম কিংবা যারা ভোটার হতে পারেনি, তারা ভোটার হতে পারবে।

এম. এমরান পাটোয়ারী/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর