Logo

সারাদেশ

বরিশালে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গৌরনদী

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৬:১৬

বরিশালে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালের গৌরনদীতে সাবেক পৌর মেয়র ও চার কাউন্সিলরসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীর নামোল্লেখসহ ১০৪ জনকে আসামি করে চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

বিগত আওয়ামী লীগ আমলে দাবির চাঁদা না পেয়ে যুবদল কর্মীকে গুরুতর আহত ও বোমা হামলা করার অভিযোগে পৌরসভার বড় কসবার যুবদল কর্মী মাসুম হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।

বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নালিশি অভিযোগ করলে আদালতের বিচারক অভিযোগটি গৌরনদী থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দেন।

আদালতে করা মামলার নথিসহ আদালতের নির্দেশ পেয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া সোমবার সন্ধ্যায় অভিযোগটি থানায় নথিভুক্ত করেন। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, প্রচার সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, সাবেক পৌর কাউন্সিলয় কাজী তৌফিক ইকবাল সজল, ইক্তিয়ার হাওলাদার, আমিনুল ইসলাম শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদ বেপারী, সাধারণ সম্পাদক জব্বার বেপারী, পৌর যুবলীগের নেতা রায়হান ফকির, কাওছার ফকির, গৌরনদী ইউএনও অফিসের পিয়ন শিপন হাওলাদার প্রমুখ।

বাদী মামলায় উল্লেখ করেন, ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে আসামিরা বাদীর বাড়িতে ঢুকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবির চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা একাধিক বোমা নিক্ষেপ করলে বোমার আঘাতে বাদী গুরুতর আহত হন।

গৌরনদী থানার ওসি ইউনুস মিয়া জানান, আদালতে মামলার নথিসহ আদালতের নির্দেশ পেয়ে সোমবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। এ মামলাসহ ১৩-১৪টি মামলার প্রধান আসামি সাবেক পৌর মেয়র হারিছুর রহমান বর্তমানে বরিশাল কারাগারে রয়েছেন।

মিজান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর