Logo

সারাদেশ

মেঘনায় বালু বহনকারী বাল্কহেডসহ আটক ৮

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৩২

মেঘনায় বালু বহনকারী বাল্কহেডসহ আটক ৮

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু বহনকারী দুটি বাল্কহেডসহ আটজন দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম. ফজলুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন চাঁদপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে দুটি অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ এবং আটজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তী সময়ে আটককৃত দুষ্কৃতকারী ও জব্দ করা বাল্কহেড চাঁদপুর সদর নৌ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট এম. ফজলুর রহমান।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর