Logo

সারাদেশ

বাবার জানাজা থেকে মনির খানের আইফোন চুরি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:২২

বাবার জানাজা থেকে মনির খানের আইফোন চুরি

ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হয়েছে। 

এর আগে জানাজার মাঠ থেকে মনির খান ও তার ছেলের আইফোন চুরির ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মনির খান নিজেই। 

স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি জানান, ‘বাবার লাশ সামনে সেই দিকেই লক্ষ্য, চোখের পানি থামছে না। বুকের ভেতর কষ্টের আর্তনাদ চলছে, সেই মুহূর্তে কিছু সুযোগ সন্ধানী অসাধু লোক আমার ও আমার ছেলের দুইটা আইফোন মোবাইল চুরি করে নিয়ে গেছে। আমি এখন পর্যন্ত ফোন উদ্ধারের ব্যাপারে জোর তৎপর চালাইনি। তবে কিছু জায়গায় আমি ফোন হারানোর তথ্য জানিয়েছি।’

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘যে অসাধু চক্র ফোন চুরি করেছে তাদের মধ্যে হয়তো দুষ্টুমি থাকতে পারে। আমি সবাইকে আহ্বান জানাব, আমার ব্যবহৃত গ্রামীণ ফোনের সিমের মোবাইল নাম্বার থেকে যদি কেউ টাকা চায় বা অন্য কোনো অপরাধ করে আমার ওপরে দায়ভার দিতে চায়, সেই বিষয়ে সতর্ক থাকবেন। এখন থেকে আমার মোবাইল আমার কাছে নাই, উদ্ধার হলে আপনাদের আমি জানাবো। ততক্ষণ পর্যন্ত এই নাম্বার থেকে যেই ফোন করুক, আপনারা সতর্কতার সাথে কথা বলবেন এবং যেকোনো ধরনের হয়রানি থেকে নিজেকে মুক্ত রাখবেন।’

উল্লেখ্য, মনির খানের বাবা মাহবুব আলী খান গত মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি দীর্ঘ ছয় মাস বেড রেস্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১০৩ বছর।

মনির খান গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন। একক অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। এদিকে বিএনপির রাজনীতিতেও যুক্ত ছিলেন মনির খান। মাঝে দলত্যাগ করলেও সম্প্রতি তাকে বিএনপির নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

এম বুরহান উদ্দীন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর