গাজীপুরের শ্রীপুরে শীতকালীন সবজির বাজারে দরপতনের কারণে কৃষকরা দিশাহারা। টমেটো, সিম, মুলা, পাতাকপি, মিষ্টি লাউসহ বিভিন্ন সবজির দাম এতটাই কমে গেছে যে, উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবহন ব্যয়ও উঠছে না।
বুধবার (২২ জানুয়ারি) উপজেলার বরমী বাজার ঘুরে দেখা যায়, টমেটো বিক্রি হচ্ছে মাত্র ৩ টাকা কেজিতে, সিম ৫ টাকায়, মুলা ১ টাকায় হালি, পাতাকপি ১০ টাকা পিস এবং মিষ্টি লাউ ১৫ টাকায়। এসব সবজি কিনতে ক্রেতাদের মধ্যে উৎসাহ দেখা গেলেও কৃষকরা হতাশায় ভুগছেন।
কৃষকদের অভিযোগ, সার, তেল, কীটনাশক, বিদ্যুৎ এবং বীজের আকাশছোঁয়া দামের কারণে এ বছর সবজি উৎপাদনে খরচ আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে তারা উৎপাদিত ফসল বিক্রি করে সেই খরচই তুলতে পারছেন না।
গফরগাঁও থেকে আসা কৃষক সজল বলেন, ‘যেভাবে দাম কমে গেছে, তাতে পরিবহন খরচও নিজের পকেট থেকে দিতে হচ্ছে। সরকার কোনো ব্যবস্থা না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব।’
অন্যদিকে, বাজারের ক্রেতারা স্বস্তিতে আছেন। মাওনা চৌরাস্তা থেকে আসা যুবক সালাম বলেন, ‘অনেকদিন পর আমরা কম দামে সবজি কিনতে পারছি। এত দিন দাম বেশি থাকায় সবজি কেনা ছিল কঠিন। এখন আমাদের ঘাটতি পুষিয়ে নিতে পারব।’
বরমী বাজারের ব্যবসায়ী সজীব জানান, ‘সবজির দাম কম হওয়ায় সাধারণ মানুষের জন্য এটি ভালো সুযোগ। তবে কৃষকরা বড় ক্ষতির মুখে পড়েছেন।’
খুচরা বিক্রেতারাও ক্ষতির শিকার হচ্ছেন। শরিফ নামে এক বিক্রেতা বলেন, ‘আগে এক কেজি সবজি বিক্রি করলে ১০-১৩ টাকা লাভ হতো। এখন দাম এত কম যে, লাভ মাত্র ২-৫ টাকায় নেমে এসেছে।’
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, ‘চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির উৎপাদন ব্যাপক হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। তবে এটি সাময়িক, বাজার শিগগিরই স্থিতিশীল হবে।’
আতাউর রহমান সোহেল/এটিআর