Logo

সারাদেশ

পলাতক যুবলীগ নেতাকে চেয়ারম্যান পদে পুনর্বাসনের পাঁয়তারা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৪

পলাতক যুবলীগ নেতাকে চেয়ারম্যান পদে পুনর্বাসনের পাঁয়তারা

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের শুকানপুকুরী ইউনিয়নে পলাতক যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে আবারও চেয়ারম্যান পদে পুনর্বাসন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, ইউনিয়ন পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ব্যক্তিগত স্বার্থে কিছু প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ পলাতক চেয়ারম্যানকে পুনর্বাসন করতে চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আনিসুর রহমান নির্বাচনে নৌকা প্রতিকে জয়লাভ করেছিলেন, কিন্তু ভোটে তিনি জনগণের সমর্থন না পেয়ে অতি স্বৈরাচারী হওয়ার কারণে ৫ আগস্টের পর থেকে পলাতক। তারপর থেকেই ইউনিয়নবাসী দুর্ভোগের শিকার। 

তারা বলেন, যে চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত নয়, সে জনগণের সেবা কীভাবে করতে পারে? ফলে তারা প্রশাসন ও গণমাধ্যমের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে এই পলাতক চেয়ারম্যানের পুনর্বাসন বন্ধ করা হয়।

তারা আরও জানান, প্যানেল চেয়ারম্যান সুমন রানাকে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি অত্যন্ত ভালোভাবে জনগণের সেবা দিচ্ছেন। কিন্তু এখন প্যানেল চেয়ারম্যান-২ সহ আরও কিছু সদস্য তাদের ব্যক্তি স্বার্থের জন্য আওয়ামী লীগের দোসর পলাতক চেয়ারম্যান ও যুবলীগ নেতাকে চেয়ারম্যান পদে পুনর্বাসন করার পাঁয়তারা করছে। এটা আমরা কখনো মেনে নেব না। 

এদিকে প্যানেল চেয়ারম্যান-২ এরশাদ আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো বৈঠকে চেয়ারম্যানকে পুনর্বাসন করার বিষয়ে কিছু বলিনি, বরং বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছি।

অন্যদিকে স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান-১ সুমন রানা বলেন, আমি জনগণের সেবা শতভাগ দিয়েছি এবং এখান থেকে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আশা করি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সঠিক বিচার করবেন। 

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উপ পরিচালক স্থানীয় সরকার, সরদার মোস্তফা শাহিন জানিয়েছেন, প্যানেল চেয়ারম্যান-২ এরশাদ আলী স্বাক্ষরিত একটি কাগজ তারা পেয়েছেন, যাতে আগের চেয়ারম্যানকে পুনর্বাসন করার আবেদন করা হয়েছে। এই বিষয়ে আইনগত দিকগুলো যাচাই-বাছাই করা হবে এবং সুষ্ঠু তদন্তের পর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আবু সালেহ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর