Logo

সারাদেশ

বিএনসিসিতে নৌ উইং ক্যাম্পিং

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৯

বিএনসিসিতে নৌ উইং ক্যাম্পিং

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একাডেমিতে ২০২৪-২৫ বর্ষের নৌ উইং ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসির মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পরে তিনি ক্যাডেটদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন। 

উল্লেখ্য, ১০ দিনব্যাপী এই নৌ উইং ক্যাম্পিংয়ে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ফ্লোটিলার মোট ২৮২ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। ক্যাম্পিংটি তাদের দক্ষতা ও নেতৃত্ব গুণাবলি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

হাসান ভুঁইয়া/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর