কুড়িগ্রামের ভিতরববন্দ ইউনিয়নে জমি বিরোধের জেরে মো. হাবিবুর রহমান (৬০) ও মোছা. ইয়াসমিন নাহার হ্যাপী (৩৩) নামের বাবা ও মেয়ের শরীর, হাত, মুখ এসিড দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। আহত মোছা. ইয়াসমিন নাহার কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় মো. হাবিবুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাবিবুর রহমান নাগেশ্বরী উপজেলার ভিতররবন্দ ইউনিয়নের গুঞ্জাবাড়ি ভবানীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. হাবিবুর রহমানের (৬০) দখলকৃত আবাদি জমিতে পানি নিতে গেলে মো. শহিদুল ইসলাম ও তার ছেলে মো. বাবু মিয়া পূর্ব পরিকল্পনা মোতাবেক বোতল ভর্তি এসিড নিয়ে এসে হ্যাপি ও হাবিবুর রহমানের শরীর, মুখ, হাতে নিক্ষেপ করে। এতে ঝলসে যায় বাবা ও মেয়ের শরীর হাত ও মুখ।
এসিড নিক্ষেপকারীদের মধ্যে ছিলেন, মো. ফখরুল ইসলাম, মোছা. ফিরোজা বেগম, মোছা. সাবিহা আক্তার সুখি, মো. শহিদুল ইসলাম। সবাই গুঞ্জাবাড়ি মাদ্রাসা, ভবানীপুর, ইউনিয়ন ভিতরবন্দ, নাগেশ্বরীর বাসিন্দা।
আহত ইয়াসমিন নাহার হ্যাপী বলেন, ‘জমিতে পানি নিতে গেলে ওরা দলবদ্ধ হয়ে আমাকে ও বাবাকে এসিড দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হবে।’
অভিযুক্ত শহীদুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
এমজে