কুড়িয়ে পাওয়া টাকায় বাজার করতে গিয়ে ধরা খেলেন নারী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৬
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় ৭ হাজার ৫০০ টাকার জাল নোটসহ জুলেখা (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় ঘটনাটি ঘটে। আটককৃত জুলেখার বাড়ি সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে।
জানা গেছে, জুলেখা কবুরহাট এলাকার জসিম পল্ট্রি হাউজ থেকে বয়লার মুরগি কিনতে গিয়ে দোকানদারকে পাঁচশ টাকার একটি নোট দেন। মুরগির দোকানদার জসিম নোটটি যাচাই করে জাল বলে শনাক্ত করেন। এরপর আশপাশের দোকানদারদের সহযোগিতায় তার ব্যাগ তল্লাশি করে আরও জাল নোট পাওয়া যায়।
ঘটনার পর স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে জগতি পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে এসে জুলেখাকে আটক করে।
আটক জুলেখা বলেন, ‘টাকাগুলো ১৫ দিন আগে মজমপুর গেট এলাকায় রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। তবে, তিনি কোনো জাল টাকা তৈরির চক্রের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।’
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুল ইসলাম বলেন, ‘আটককৃত জুলেখার কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকার জাল নোট, একটি মোবাইল ফোন এবং লাল রঙের একটি ব্যাগ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আকরামুজজামান আরিফ/এমআই