Logo

সারাদেশ

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ

কক্সবাজার পৌরসভায় দুদকের অভিযান

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮

কক্সবাজার পৌরসভায় দুদকের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজার পৌরসভায় বিভিন্ন অনিয়ম বিশেষ করে রোহিঙ্গা ভোটার, সড়কের লাইট বন্ধ, সিসিটিভি অকার্যকরসহ দায়িত্বরত কয়েকজন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে অভিযান পরিচালনা করেছে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক অনিক বড়ুয়া বাবুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ বিষয়ে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক অনিক বড়ুয়া বাবু বলেন, ‘বিশেষ করে কক্সবাজারের সড়কের বাতি এবং সিসিটিভি ক্যামেরা টাঙানোর প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানিগুলোর নথি অনুসন্ধান এবং রোহিঙ্গারা কীভাবে ভোটার হচ্ছে এইগুলোর বিষয়ে অগ্রাধিকারভাবে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে বেশ কিছু অনিয়মের প্রমাণও মিলেছে।’

উল্লেখ্য, কক্সবাজারে সড়কের বাতি বন্ধ এবং সিসিটিভি ক্যামেরা অকার্যকর থাকায় বাংলাদেশের খবরসহ গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হয়।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর