Logo

সারাদেশ

কক্সবাজার সমুদ্র বন্দরে হামলা-অগ্নিসংযোগ, তদন্ত কমিটি গঠন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২০:২৭

কক্সবাজার সমুদ্র বন্দরে হামলা-অগ্নিসংযোগ, তদন্ত কমিটি গঠন

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পে দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ভোর রাতে এ হামলায় বিভিন্ন স্থাপনা ও যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মূল্যবান নির্মাণসামগ্রী লুট করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজ এন্টারপ্রাইজের কর্মকর্তারা জানান, বুধবার রাতে প্রকল্প এলাকায় থাকা পাঁচজন কর্মীকে রশি দিয়ে বেঁধে দুর্বৃত্তরা লুটপাট চালায়। এরপর দুটি স্কেভেটর, পাঁচটি ট্রাকসহ ভারি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ২১ হাজার জিও ব্যাগ, জেনারেটর, লোহাসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়।

প্রকল্পের পরিচালক জমির আহমেদ বলেন, ‘দীর্ঘ দুই মাস ধরে আমরা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের কাজ করছি। তবে স্থানীয় কিছু চাঁদাবাজের পক্ষ থেকে নানাভাবে চাপ ও হয়রানির শিকার হচ্ছি। বুধবারের হামলায় বাচ্চু, আউয়াল ও মেহেদি ও তার সহযোগীরা জড়িত বলে আমরা সন্দেহ করছি।’

মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক হাজী মো. আব্বাস উদ্দিন বলেন, ‘হামলার ঘটনায় আমাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। মূল্যবান যন্ত্রপাতি ধ্বংসের পাশাপাশি নির্মাণ সামগ্রী লুট করা হয়েছে। প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে জিও ব্যাগের মাধ্যমে সমুদ্র বন্দরে বাঁধ নির্মাণ কাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

চট্টগ্রাম বন্দরের সদস্য ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পরিচালক কমডোর কাওছার রশিদ (ই, পিএসসি, বিএন) বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে ঠিকাদারি প্রতিষ্ঠান অফিস ও রেস্ট হাউস নির্মাণের কাজ করছিল। দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে বড় ধরনের ক্ষতি করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা দ্রুতই উদঘাটন করা হবে।’

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর