রাবিতে দুর্ঘটনায় বহিরাগত শিক্ষার্থী নিহত, কারণ নিয়ে ধোঁয়াশা
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৩
ছবি : বাংলাদেশের খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী কলেজের ছাত্র শিমুল শিহাব নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিমুল শিহাব রাজশাহী শহরের মেহেরচন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা। চিকিৎসকরা জানিয়েছেন, শিমুলের মাথায় রক্তক্ষরণ ঘটেছিল। তবে তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন বা রক্তের দাগ পাওয়া যায়নি।
এদিকে, শিমুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একাধিক সূত্রে এখন পর্যন্ত তিন ধরনের তথ্য পাওয়া গেছে।
একটি সূত্র দাবি করছে, শিমুল তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাদের দেখতে পেয়ে ধরার চেষ্টা করেন। শিমুল তখন দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে একটি নির্মাণাধীন ভবনের রড তার শরীরে ঢুকে গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান।
অন্যদিকে, শিমুলের পরিচিতজনরা দাবি করছেন, তাকে মারধর করা হয়েছিল। ক্যাম্পাসের আরেকটি সূত্র জানাচ্ছে, প্রক্টরের টহল দেখতে পেয়ে শিমুল বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। যার ফলে দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, রাত ১০টার দিয়ে আমি ঘটনা জানতে পারি। আমাদের সহকারী প্রক্টর টহল দিচ্ছিলেন। তখন এক ছেলে ও মেয়ে তৃতীয় বিজ্ঞান ভবনের পিছনে ছিল। প্রক্টরের গাড়ি দেখে তারা মোটরসাইকেলে করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। ওদিক দিয়ে রাস্তার কাজ চলছিল। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। পরে আমাদের লোকজন তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পাঠায়। সেখান থেকে তাকে রামেকে নেওয়া হয়। ছেলেটির বাইক প্রক্টর দপ্তরে রয়েছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম ছেলেটি মারা গেছেন।
এ ব্যাপারে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, আমরা বিষয়টি খোঁজ খবর রাখছি। তবে সঠিক ঘটনাটি আমরা এখনো জানতে পারিনি। আমরা সবার সাথে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করছি।
মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো হয়নি। তবে হতে পারে।
ফাহাদ/এমবি