![কাটল মেঘ-কুয়াশা, দেখা দিল সূর্য](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/26/Bangladesher-Khabor-ATR---2025-01-26T103537-6795bb8797248.jpg)
ছবি : বাংলাদেশের খবর
প্রায় এক সপ্তাহ মেঘ-কুয়াশায় ঢাকা থাকার পর অবশেষে উত্তরের জেলা পঞ্চগড়ে সূর্য উঠেছে। আজ (২৬ জানুয়ারি) সকালে রোদছড়ানো সূর্যের মুখ দেখা গেছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় এখনো মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগে, শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
দুই দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার।
সকালবেলা কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা গেলেও শীতপ্রবাহের কারণে রোদ থেকে তেমন উষ্ণতা পাওয়া যাচ্ছে না। ফলে, শীতের কনকনে হাওয়া আর কুয়াশার কারণে দিনমজুরদের দুর্ভোগ বেড়ে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বাংলাদেশের খবরকে বলেন, ‘কয়েকদিন পর তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এসকে দোয়েল/এটিআর