Logo

সারাদেশ

ম্যানেজার-ক্যাশিয়ারের হাত-পা বেঁধে গোডাউনে ডাকাতি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪১

ম্যানেজার-ক্যাশিয়ারের হাত-পা বেঁধে গোডাউনে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ম্যানেজার-ক্যাশিয়ারের হাত-পা বেঁধে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার পয়েন্টেরের গোডাউনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গোডাউনের ক্যাশে থাকা নগদ ৬,১৯,৫৫০ টাকা, ইয়ামাহা ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন লুট করেছে ডাকাত দল।

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

গোডাউনের ম্যানেজার আসাদুল্লাহ আপন (২৩) বলেন, ‘গভীর রাতে দেওয়াল টপকে গোডাউনে ঢুকে বিশেষ কৌশলে ঘরের বাইরে থেকে ভেতরের ছিটকিনি খুলে ৬-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। আমরা ভেতরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ করে ৬-৭ জন লোক এসে আমাদের হাত-পা, মুখ বেঁধে ফেলে। এরপর ৬-৭ জন লোক আমার গলায় চাপাতি ঠেকিয়ে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে। তাদের একজনের হাতে একটি পিস্তল ছিল।’

গোডাউনের হিসাব রক্ষক তুহিন আলী (২০) বলেন, ‘গত রাতে কাজ শেষ করে আমরা দুজন গোডাউনে একসাথে বিছানায় ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ গভীর রাতে ৬-৭ জন লোক ঘরের দরজার ছিটকিনি খুলে আমাদের হাত-পা মুখ বেঁধে ডাকাতি করে সব নিয়ে গেছে।‘ 

গোডাউনের স্কয়ার কোম্পানির ডিলার এমদাদ হোসেন বলেন, ‘শনিবার দিবাগত রাত ১২টার দিকে সব গুছিয়ে গোডাউন থেকে আমি বাসায় চলে গেছি। ভোর সকালে আমার গোডাউনে ডাকাতির খবর শোনে গোডাউনে চলে আসছি। ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজ রয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। এসে দেখি ক্যাশে থাকা নগদ টাকা, মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ কাপড় নিয়ে গেছে।’ 

নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার ছোট ভাইয়ের গোডাউনে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে গোডাউনে উপস্থিত হয়েছি। এসে দেখি নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দল।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর