Logo

সারাদেশ

বিসিসির প্রধান ফটকে তালা, কর্মকর্তারা অবরুদ্ধ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৭

বিসিসির প্রধান ফটকে তালা, কর্মকর্তারা অবরুদ্ধ

ছবি : বাংলাদেশের খবর

ষাটোর্ধ্ব ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল ও অন্যান্য দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন শ্রমিক ইউনিয়ন। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। আন্দোলনরত শ্রমিকরা কর্পোরেশনের প্রধান ফটকে তালা দিলে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। 

এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ চকবাজার সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে নগরীর বিভিন্ন এলাকায় একপ্রকার স্থবির অবস্থা বিরাজ করছে।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে :

চাকরি থেকে ১৬০ জন ছাঁটাইকৃত শ্রমিককে পুনর্বহাল করা;

বেতন বৈষম্যের নিরসন;

নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান ও সব ভাতা পরিশোধ করা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তারা শ্রম আইন অনুযায়ী চাকরি স্থায়ীকরণ ও অন্যান্য সুবিধার দাবি জানালেও তা পূরণ হয়নি। সাম্প্রতিক সময়ে ১৬০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। যার ফলে তাদের জীবনযাপন অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে। এতে বাধ্য হয়ে তারা এ আন্দোলনে নামতে হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ সরকারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া সরকারি চাকরির জন্য বয়সসীমা ৬০ বছর। তবুও তিনি শ্রমিকদের দাবিসমূহ মন্ত্রণালয়ে চিঠি আকারে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পরিস্থিতি আরও জটিল হলে প্রশাসনের সহায়তা নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দায়িত্বরত উপপরিদর্শক আমির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে বিক্ষোভরত শ্রমিকদের মনোভাব এখনও অনড়।

জে আই জুয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর