Logo

সারাদেশ

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৫

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ত্রি মোহনী মির্জাপুর সড়কের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লাবিব হাসান শান (১৬) উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে ও সাদমান সাফা (১৪) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম (১৪) একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতনের শিক্ষার্থী। সম্পর্কে তারা পরস্পর চাচাতো ভাই।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলে, তিন শিক্ষার্থী মোটরসাইকেলে করে নিজ বাড়ি দিয়ার কাজিপুর থেকে চৌধুরীপাড়ার উদ্দেশে যাচ্ছিল। চৌধুরীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বাড়ির পাকা দেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। 

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শানকে মৃত ঘোষণা করে। এ সময় গুরুতর আহত সিয়াম ও সাফাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়। রামেকে নেওয়ার পথে সাফা মারা যায়।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর