Logo

সারাদেশ

আড্ডা থেকে তর্ক-বিতর্ক, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল হৃদয়ের

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬

আড্ডা থেকে তর্ক-বিতর্ক, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল হৃদয়ের

বগুড়ার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় আকন্দ ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার। তিনি জানান, হৃদয় তার কয়েকজন বন্ধুর সঙ্গে মধ্যপাড়া এলাকার একটি সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। পরে তাদের মধ্যে কোনো একজন হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হৃদয়কে প্রথমে টিএমএসএস হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করেছে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর