সংবাদকর্মীকে অপমানের অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধে
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫০
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসীফের বিরুদ্ধে সংবাদকর্মীকে অপমানের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা ভূমি অফিসে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কিছুদিন আগে টঙ্গীবাড়ি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম তার পূর্ববর্তী কর্মস্থল লৌহজং উপজেলা অফিসে থাকাকালীন চারিগাঁও গ্রামের ইসমাইল মৃধার ছেলে আব্দুল হকের দোকানের খাজনা আদায়ে অবৈধভাবে ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। তবে সময়মতো খাজনা পরিশোধ না করতে পারায় টাকা ফেরত চাইতে যান ভুক্তভোগী।
এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে সাংবাদিক মো. নাজমুল ইসলাম পিন্টু ও তার সহকর্মী হোসেন হালদার উপজেলা ভূমি অফিসে উপস্থিত হন। এসময় এসিল্যান্ড ওয়াজেদ ওয়াসীফ না থাকায় সার্ভেয়ার আবু হানিফের রুমে বসে ছিলেন তারা। হঠাৎ এসিল্যান্ড এসে তাদের দেখে উত্তেজিত হয়ে প্রশ্ন করেন, ‘এখানে কী, কেন আসছেন?’ এরপর তিনি ফোর্স স্বরূপ বলেন, ‘চা খেয়ে চলে যান।’
নাজমুল ইসলাম পিন্টু বলেন, ‘‘সার্ভেয়ার সাইফুল ইসলামের বিরুদ্ধে খাজনা আদায়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠায় আমি ও সহকর্মী হোসেন হালদার সহকারী কমিশনরের (ভূমি) কার্যালয়ে যাই। এসময় এসিল্যান্ড না থাকায় সার্ভেয়ার আবু হানিফের রুমে গিয়ে বসি। এর পর হঠাৎ এসিল্যান্ড সাহেব সার্ভেয়ার আবু হানিফের রুমে ঢুকেই আমাদের দেখে উত্তেজিত হয়ে ফোর্স করে বলেন, ‘এখানে কী, কেন আসছেন?’ আমি উত্তর দিলে তিনি বলেন, ‘চা-টা শেষ করে চলে যান।’ আমি বিষয়টি সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি, তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’’
প্রত্যক্ষদর্শী সংবাদিক হোসেন হালদার বলেন, ‘একটা বিষয় তথ্য জানতে গিয়ে দেখি এসিল্যান্ড নাই। তাই সার্ভেয়ার আবু হানিফের রুমে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ এসিল্যান্ড এসে আমাদের দেখে উত্তেজিত হয়ে ফোর্স করে বলেন, ‘এখানে কেন আসছেন, কী কারণে আসছেন, কোনো কাজ?’ একজন এসিল্যান্ডের মুখে এমন ভাষা ব্যবহার উচিত হয়নি। পরে চা না খেয়ে চলে আসি।’
এ বিষয়ে ওয়াজেদ ওয়াসীফ বলেন, ‘কারো সঙ্গে খারাপ আচরণ করা হয়নি। আর আমি অফিস প্রধান, কেউ যদি আসে আমার কাছে আসবে। তারা কী কারনে এসেছিল জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন,‘এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনারা প্রেসক্লাবের সংবাদকর্মীদের নিয়ে আসেন। সামনা-সামনি বসে কথা বলছি।’
নাজমুল ইসলাম পিন্টু/এটিআর