Logo

সারাদেশ

‘পর্দানশীন নারীদের’ সমাবেশ

পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল দাবি

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৫

পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল দাবি

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জে ‘পর্দানশীন নারীসমাজের’ ব্যানারে তিন দাবি বাস্তবায়নে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করা হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ‘সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করতে হবে। আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। এ ছাড়া পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নারীদের নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।’

মানববন্ধনে বক্তব্য দেন, মুসাম্মদ তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, সাহেরা খাতুন প্রমুখ। তারা বলেন, ‘বিগত ১৬ বছর ধরে যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করতে হবে।’

সমাবেশ শেষে তিনটি দাবি বাস্তবায়নে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি দেওয়া হয়।

বদিউজ্জামান রাজাবাবু/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর