Logo

সারাদেশ

কাচ্চি ডাইনকে ফের জরিমানা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৩

কাচ্চি ডাইনকে ফের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের কাচ্চি ডাইন রেস্টুরেন্টের একটি শাখাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে কাচ্চি ডাইনের এ শাখাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।

তিনি জানান, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণে স্বাস্থ্যবিধি মানা হয়নি। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলে দাবি করা হলেও তাদের আমদানির কোনো কাগজপত্র ছিল না। এসব অপরাধের জন্য কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়েছে।

সিলেটে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেবানন্দ সিনহা।

এর আগে গত ২৩ জানুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় ও ২২ জানুয়ারি কুমিল্লায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর