ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ আদেশ দেন।
এ মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল হালিম। আর আসামি পক্ষের আইনজীবী হলেন মো. জিলুর রহমান।
আদালতে রায়ের কপির সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া এলাকার কাশমত আলীর ছেলে আফসার আলী (পলাতক), আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান, মো. শহর আলীর ছেলে সুমন (পলাতক) ও রানীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (পলাতক)।
সরকার পক্ষের আইনজীবী আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ জুলাই জমির দ্বন্দ্বে কৃষক বাদল ওরফে বদরুলকে হত্যা করে পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের জনৈক পশুরামের আখ ক্ষেতে ফেরে রাখে আসামিরা। পরে ওই দিন নিহতের বড় ভাই বাবুল হোসেন পীরগঞ্জ থাকায় একটি হত্যা দায়ের করেন।
আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত রায় দেন।
আবু সালেহ/এমবি