Logo

সারাদেশ

শ্রীপুরে তরুণকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে নির্যাতন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৩:১০

শ্রীপুরে তরুণকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে নির্যাতন

গাজীপুরের শ্রীপুরে এক তরুণকে অপহরণের পর রাতভর নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম পাড়া গোইলা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত তরুণের নাম সাগর (১৮), সে ওই এলাকার সালামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে সাগরকে বাড়ি থেকে ডেকে নিয়ে মুক্তিপণের জন্য টাকা দাবি করে অপহরণকারীরা। তবে মুক্তিপণ না পাওয়ার পর তারা রাতভর সাগরের ওপর নির্যাতন চালায়। অপহরণের চারঘণ্টা পর অপহরণকারীরা আবারও বাড়িতে এসে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় স্থানীয় বাসিন্দারা অপহরণকারীদের মধ্যে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

আটককৃত দুই অপহরণকারী হলেন, মুলাইদ গ্রামের রমজান আলীর ছেলে সাদেক (২৫) এবং নাজিম উদ্দিনের ছেলে আসাদ মিয়া (২০)। 

অপহরণের পর সাগরকে রাতভর নির্যাতন করা হয় এবং তার হাত-পা ভেঙে দেওয়া হয়। রাত ৩টার দিকে তাকে গাজীপুরের বাসন সড়ক এলাকায় ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। সাগরের বাবা সালাম জানান, আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রোকসানা জানান, সাগর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার চিকিৎসা চলছে। রিপোর্ট আসার পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার কর জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করেছে। এ বিষয়ে অপহৃত পরিবারের লোকজন মামলা দায়ের করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আতাউর রহমান সোহেল/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর