Logo

সারাদেশ

উলিপুরে প্রথমবার ‘সূর্যমুখী’ চাষ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮

উলিপুরে প্রথমবার ‘সূর্যমুখী’ চাষ

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের উলিপুরে প্রথমবারের মতো সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। উপজেলার হাতিয়া ইউনিয়নের চরদাগারকোটিতে কৃষক জয় কুমার তার বাবার প্রায় ৩৩ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ জমিতে চাষ করেছেন এই ফুলটি। 

এটি দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনই বাণিজ্যিকভাবে লাভজনকও হতে পারে—এমনটাই জানাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা।

এদিকে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে শত শত দর্শনার্থী বাগানটিতে ভিড় করছেন। তবে অনেকে ছবি তোলার সাথে সাথে সৌন্দর্যে মোহিত হয়ে বাসায় নিয়ে যাওয়ার চিন্তায় ফুলও ছিঁড়ছেন। 

এ নিয়ে বেশ বিব্রত তরুণ চাষী জয় কুমার ও তার পরিবার। মাত্র ৮ হাজার টাকা নিয়ে ভালো লাভের আশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই সূর্যমুখী চাষ করলেও এখন মূল খরচ তুলতে পারবেন কি না— সেই  সেই ভয় মনে মনে। 

দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ‘আমরা খুব কষ্ট করে এই বাগান তৈরি করেছি। এটি একটি নতুন উদ্যোগ। যারা এই বাগান দেখতে আসেন, তাদের কাছে অনুরোধ, শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করবেন। দয়া করে ফুলগুলো ছিঁড়বেন না। আমাদের এই ফুলগুলোর মূল্য রয়েছে। এইভাবে ক্ষতি হলে আমাদের পক্ষে খরচ তুলে আনা কঠিন হবে।’

তারা আরও বলেন, ‘আমরা আশা করি, দর্শনার্থীরা আমাদের পরিশ্রমকে সম্মান জানিয়ে ফুলগুলো সযত্নে রেখে যাওয়ার চেষ্টা করবেন।’

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর