Logo

সারাদেশ

বরিশালে ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:০৮

বরিশালে ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ব্যাচের পাঁচ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল সম্মেলন কক্ষে বৃস্পতিবার (৩০ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ নুরুল ইসলাম, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগ এবং মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শাহ আলম, উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল।

বিদায়ী এই অনুষ্ঠানে ১০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি সোহরাব হোসেন।

এছাড়া, অনুষ্ঠানে ইমামরা বিভিন্ন ইসলামিক গজল ও সূরা কোরআনের আয়াত পাঠ করেন, যা পরিবেশনে এক ঐতিহ্যবাহী পরিবেশ সৃষ্টি করে। ইমামদের প্রশিক্ষণ শেষে তাদের নতুন শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য উৎসাহিত করা হয়।

জেআই জুয়েল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর