Logo

সারাদেশ

তামাবিল বন্দরে দুদকের অভিযান, মিলল রাজস্ব ফাঁকির তথ্য

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩

তামাবিল বন্দরে দুদকের অভিযান, মিলল রাজস্ব ফাঁকির তথ্য

সিলেটের তামাবিল স্থলবন্দরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদকের অনুসন্ধানে বন্দরটিতে প্রতি মাসে প্রায় সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়াসহ নানা অসঙ্গতি ধরা পড়ে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত দুদকের চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

তামাবিল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের তথ্য যাচাই করতে গিয়ে দুদক দেখতে পায়, ৫ টনের ট্রাকে আসছে ১০ থেকে ১২ টন পণ্য। প্রতি ট্রাক ৫ থেকে ৬ টন পণ্য বেশি নিয়ে আসছে।

দুদক বলছে, এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক যাতায়াত করে। সে হিসেবে প্রতি দিন সরকারকে ১৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। আর মাসে সরকার হারাচ্ছে ৩ কোটি ৩২ লাখ টাকা।

এ ছাড়া হুসনে আরা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান স্থলবন্দরে লোড-আনলোডের কোনো কাজ না করেই ২০২৩-২৪ অর্থবছরে প্রায় দশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা পায় দুদকের অনুসন্ধান টিম। এসব বিষয়ে অধিকতর তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুদক।

তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে আমদানিকারকদের কাছ থেকে অভিযোগ পায়নি তারা। পেলে ব্যবস্থা গ্রহণ করা হতো। পাশাপাশি পণ্য পরিবহণে অতিরিক্ত ওজন থাকলে কাস্টমস নিয়মিত মামলা দায়ের করা হয় বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর