Logo

সারাদেশ

সিলেটে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:০৭

সিলেট মহানগরের নাইওরপুলের ইম্পেরিয়াল হসপিটালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে মাত্র দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে বমির সমস্যা নিয়ে শিশুটিকে ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে এক নার্স সাকশন যন্ত্রের মাধ্যমে শিশুটির চিকিৎসা করেন। তবে এই চিকিৎসার পরেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরিবারের অভিযোগ, সাকশন দেওয়ার পদ্ধতিতে ভুল ছিল। বিষয়টি চিকিৎসক বুঝতে পেরে শিশুটিকে এনআইসিইউ-তে ভর্তি করেন। কিন্তু এরপরও শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়নি এবং বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

শিশুর চাচাতো ভাই জানান, ‘চিকিৎসকও স্বীকার করেছেন যে সাকশন দেওয়ার পদ্ধতিতে ত্রুটি ছিল। এ ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুপক্ষের বক্তব্য শোনে। হসপিটাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেয়।’

সোবহানীঘাট ফাঁড়ির পরিদর্শক এসআই দেবরাজ রায় বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিবারের বক্তব্য শুনি। হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রয়োজনে শিশুর পরিবারকে আইনি সহযোগিতা দেওয়া হবে।’

এ বিষয়ে ইম্পেরিয়াল হসপিটালের সহকারী পরিচালক ডা. সাইদ মো. মুসা বলেন, ‘আমরা শিশুর পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে নার্সের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মো. রেজাউল হক ডালিম/এমআই/এনজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর