কুবি শিক্ষার্থীকে আটকে রেখে অর্থ দাবি, ৪ ঘণ্টা পর উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:০১
রাতে টিউশনি থেকে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে একটি ছিনতাইকারী চক্র। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চার ঘণ্টা পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর নাম শাকিল আহমেদ। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী।
ওসি মহিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে শাকিল টিউশনি থেকে ফেরার পথে ছিনতাইকারীদের হাতে আটক হন। পরে ছিনতাইকারীরা তাকে আটকে রেখে তার সহপাঠীদের কাছে অর্থ দাবি করে।
শাকিলের সহপাঠীরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তাদের নিয়ে পুলিশের একটি দল শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে শুক্রবার ভোররাত আড়াইটার দিকে শহরের ছোটরা এলাকার তোয়া হাউজিং থেকে শাকিলকে উদ্ধার করা হয়।
এ সময় শাকিলের সহপাঠীরা এক কিশোর ছিনতাইকারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
কোতোয়ালি মডেল থানার ওসি জানান, উদ্ধার করার পর শাকিলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর ভোর সাড়ে ৫টার দিকে হলে নিয়ে যাওয়া হয়।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি