Logo

সারাদেশ

মানিকগঞ্জে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২১:১০

মানিকগঞ্জে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলতলা এলাকায় মোজাফফর হোসেন (৬৫) হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) ঘিওর এলাকার বৈলতলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মোজাফফর হোসেনের পরিবারসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ২৮ ডিসেম্বর আসামি আব্দুর রহমানসহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মোজাফফর হোসেনকে হত্যা করা হয়। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের ছেলে সালমান শাহ জানান, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার সুষ্ঠু বিচার চাই। আমাকেও আসামিরা মেরে ফেলার জন্য নানা ভাবে হুমকি দিচ্ছে। আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে।

মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীরা এ হত্যার বিচার দাবি করে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দুপুরে সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মোজাফফর হোসেন (৬৫) গুরুতর আহত হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আফ্রিদি আহাম্মেদ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর